স্তনের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?

প্রত্যেকের স্তনের গঠন ইউনিক. অনেক আকার ও আকৃতির স্তন দেখা যায়। এমনকি দুটো মানুষের স্তনও কখনো একই রকম হবে না। তাহলে স্তনের স্বাভাবিক সাইজ কত? কিভাবে স্তনের আকার পরিমাপ করবেন? উত্তর হল- আপনার স্তন ইউনিক এবং নিজের স্বাতন্ত্র্যপূর্ণ গঠন নিয়েই Perfectly okey! একটা জিনিসই অস্বাভাবিক- আর তা হল: স্তনে অসহনীয় ব্যাথা এবং সংবেদনশীলতা।



বিভিন্ন আকৃতির স্তন সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে ব্লগটি পর্যন্ত পড়ুন এবং নিজের স্তনের গঠন Identity করুন।


১. Peaches ( আকার ও আকৃতিতে প্রতিসম)

২. Conical (ত্রিকোণাকার আকৃতির)

৩. Wide Set ( স্তনজোড়া অনেকটা দূরবর্তী )

৪. East- West (পরস্পর বিপরীত ও বহির্মুখী নিপল)

৫. Round (নিটোল গোল) 

৬. Day Nappers ( অবস্থান বুকের উপরিভাগে এবং পরস্পর নিকটবর্তী)

৭. Close Set (স্তনজোড়া খুবই নিকটবর্তী) 

৮. Itty Bitty ( নিকটবর্তী নয়, আকারে ছোট)

৯. Square Shape ( চারকোণা আকৃতির)

১0. Tear Drop ( ঝড়ে পড়া অশ্রুবিন্দুর মত)

১১. Asymmetrical (স্তনদুটোর গড়নে বিস্তর ফারাক)

১২. Just a Nipple ( শুধুমাত্র দৃশ্যমান নিপল)


সত্যি বলতে স্তনের স্পেসিফিক কোন আকার বা নাম নেই যা আপনার জন্য মানানসই হতে পারে। তাই চিন্তা ঝেড়ে ফেলুন।


চলুন এবার জেনে নিই স্তনের ব্যাপারে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর-

প্রশ্ন-১:২টি স্তনের আকার দুরকম হওয়া কি স্বাভাবিক?

উত্তর- সত্যি বলতে মেয়েদের দুটো স্তনের আকার দুরকম হওয়া খুবই স্বাভাবিক, এমনকি আকৃতিও।

প্রশ্ন-২: স্তনগুলোর মধ্যে অনেকটা দূরত্ব থাকা কি স্বাভাবিক?

উত্তর: অনেক মেয়েই এবিষয়টা নিয়ে অস্বস্তিতে ভোগে। তবে এটা স্বাভাবিক। দুশ্চিন্তার কারণ নেই একদমই।

প্রশ্ন-৩: Inverted বা ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা নিপল কি স্বাভাবিক?

উত্তর- হ্যাঁ। জেনেটিক বৈশিষ্ট্যের কারণে ১০শতাংশ নারীর নিপল উল্টানো শেপের হয়। এছাড়া Flat নিপলও দেখা যায়।

প্রশ্ন-৪: নিপলের চারপাশে লোম থাকা কি স্বাভাবিক?

উত্তর- হরমোনজনিত কারণে কোন কোন মেয়ের নিপলের চারপাশে লোম গজাতে দেখা যায়। এটা খুবই স্বাভাবিক। চিন্তার কারণ নেই।

প্রশ্ন-৫: ঠান্ডায় নিপল শক্ত হয়ে থাকা কি স্বাভাবিক?

উত্তর- হ্যাঁ।  শুধু নারী নয়, পুরুষের বেলায়ও এমন ঘটে। এটা হয় ঠান্ডায় নিপলে থাকা Smooth Muscle এর সংকোচনের কারণে। 

প্রশ্ন-৬: স্তনে Stretch Mark বা হলুদাভ রেখা থাকা কি স্বাভাবিক? 

উত্তর- মেয়েদের স্তনে Stretch Mark থাকা খুব common একটা ব্যাপার। এবং এটা খুব কম সময়ে বিস্তার লাভ করে। এটা কোন মেডিকের কন্ডিশন না। তবে আপনি চাইলে ক্রিম ব্যবহার করে রেখাগুলো রিমুভ করতে পারেন। এটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

Comments

Sex Education Bangla

ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।

মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন।

পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?