পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?

আকার আকৃতি এবং সেন্সিটিভিটির দিক থেকে ২০শেরো অধিক সাইজের পেনিস আছে এবং এই সবগুলো সাইজই নরমাল! সত্যি বলতে প্রত্যেকের পেনিস ইউনিক এবং পারফেক্ট! আসলে পেনিসের ভাল বা খারাপ সাইজ বলতে কিছু হয় না। যৌনতার ব্যাপারে সঠিক জ্ঞান থাকলেই সুখী হওয়া যায়।



চলুন দেখে নিই পেনিসের ধরণ সম্পর্কে-


১. খৎনা করানো পেনিস

২. খৎনা না করানো পেনিস

৩. মোটা পেনিস

৪. চিকন পেনিস

৫. বাঁকা পেনিস ৩ধরণের-

১) উর্ধমুখে বাঁকানো

২) নিম্নমুখে বাঁকানো

৩) C- আকৃতির পেনিস

৬. ছোট পেনিস

৭. বড় পেনিস

৮. মোটা পেনিস

৯. Large  Base বা গোড়া মোটা পেনিস

১০. Large Head বা আগা মোটা পেনিস

১১) মসৃণ পেনিস

১২) অমসৃণ বা Veiny Penis

১৩) Dark/ কালো Penis

১৪) দাগযুক্ত পেনিস

১৫) Hairy Penis

১৬) Emotionally Sensitive Penis

১৭) উন্নয়নক্ষম বা বড় হওয়া পেনিস

১৮) ইরেক্ট- নন ইরেক্ট কোন অবস্থাতেই বড় না হওয়া


চলুন এবার জেনে নেওয়া যাক পেনিস সম্পর্কে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর।


প্রশ্ন-১: কোন ড্রগ সেবন করলে পেনিস বড় করা যায়?

উত্তর: দুর্ভাগ্যবশত না। কোন ড্রাগই পেনিস বড় করতে পারে না।


প্রশ্ন-২: সার্জারির মাধ্যমে কি পেনিস বড় করা যাবে?


উত্তর: যায়। তবে মজার ব্যাপার হল, যারা পেনিস সার্জারির ব্যাপারে আগ্রহী, তাদের প্রায় সবার পেনিসই স্বাভাবিক।


প্রশ্ন-৩: বড় পেনিসের গড় সাইজ কত হয়?


উত্তর: পেনিসের গড় সাইজ ৩.৬ ইঞ্চি এবং উত্থিত পেনিসের গড় সাইজ ৫.২ ইঞ্চি।


প্রশ্ন-৪: কোন সাইজের পেনিসকে মাইক্রোপেনিস বলে?


উত্তর: চিকিৎসাশাস্ত্রে ইরেক্ট (উত্থিত) অবস্থায় নরমাল সাইজের চেয়ে ছোট  পেনিসকে মনইক্রোপেনিস বলে। আড়াই ইঞ্চির চেয়ে ছোট হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। 


প্রশ্ন-৫: প্রাকৃতিক কোন উপায় নেই পেনিস বড় করার?


উত্তর: না। তবে ম্যাসাজ করলে পেনিসের কার্যকারিতা কিছুটা বাড়তে পারে।


প্রশ্ন-৬: Average এর চেয়ে বড় পেনিস কি ভ্যাজাইনাল সেক্সের সময় বেশি প্লেজার দেয় মেয়েদের?


উত্তর: সত্যি বলতে- না। বড় পেনিস অনেকসময় মেয়েদের সেক্স করার ব্যাপারে ভীতি তৈরি করে ও ব্যাথা দেয়। চিন্তার কারণ নেই। ৩ ইঞ্চির ইরেক্ট পেনিস দিয়েও অর্গাজম দেওয়া সম্ভব।


প্রশ্ন-৭: পেনিসের হেড মোটা হওয়া কি অস্বাভাবিক?


উত্তর: উত্তর হল- না। এটা একেবারেই স্বাভাবিক।

Comments

Sex Education Bangla

ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।

মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন।