পুরুষ ধর্ষণ ও বৈবাহিক ধর্ষণ বলে এখানে কিছু নেই।

সম্মতি ছাড়া কোন ব্যক্তির মুখ, যোনী বা পায়ুপথে অনুপ্রবেশ করলে; হোক সেটা যোনাঙ্গ, অন্য কোন অঙ্গ কিংবা কোন বস্তুর মাধ্যমে- যত কম বা বেশিই হোক, সভ্য সমাজে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। অপরদিকে বাংলাদেশের আইনে ধর্ষণের সংজ্ঞা কী?

‘‘যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোল বৎসরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে, অথবা ষোল বৎসরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবেন।”

মোটকথা পেনিস ছাড়া অন্যকিছু প্রবেশ করালে বাংলাদেশের আইন সেটাকে ধর্ষণ মনে করে না। পুরুষ ধর্ষণ ও বৈবাহিক ধর্ষণ বলে এখানে কিছু নেই। বিয়ের বয়স ১৬ করার মাধ্যমে বাল্যবিবাহ অর্থাৎ শিশু যৌন নিপীড়নকেও বৈধতা দেওয়া হয়েছে। ধর্ষকের সাথে ধর্ষণের শিকার নারীটির বিয়ের মত জঘন্য রীতি এখনো এখানে চালু আছে। ধর্ষক প্রভাবশালী হলে গ্রাম্য সালিশে অল্প কিছু টাকা দিয়ে মিটমাট করা সাধারণ ঘটনা। ক্ষমতা প্রদর্শন করে আইনের ফাঁক ফোকড় দিয়ে বেড়িয়ে যাওয়া ডালভাতের মত।

এখানে ধর্ষণের শিকার হওয়ার সমস্ত দায় নারীর। কারণ জীবনের বিনিময়ে এখানে অক্ষত যোনী- ভার্জিনিটি রক্ষা করার পাঠ দেওয়া হয়। কোনভাবে একবার সেটি খোয়ালে সমাজ ব্লেম করা শুরু করে। আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সমাজচ্যুত হয় নারীটিই। অথচ ধর্ষককে সমাজের অংশ হিসেবে মেনে নিতে কারো সমস্যা হয়না। ধর্ষক থাকবে এটাই স্বাভাবিক, ধর্ষণের শিকার হওয়া অস্বাভাবিক এবং দোষের।

মেয়েদের আজীবন সেকেন্ড সেক্স হিসেবে ডমিনেট করতে চাইলে পুরুষতন্ত্রের দোসর পুরুষদের "রেপ কালচার" নামক ট্রাম কার্ডটা খেলতে হয়। ধর্ষণ নামক জুজুর ভয় না দেখালে মেয়েদের উপর প্রভুত্ব খাটানো সম্ভব না। তাই খুব সচেতনভাবেই ভিক্টিমকে ব্লেম করে সোসাইটি। রেপ কালচার শেকড় ছড়ায় গভীর থেকে গভীরতর মস্তিষ্কে,আইনে -আদালতে - রাষ্ট্রে।

আমরা আমাদের সন্তানদোর যৌন মূল্যবোধ শিক্ষা দিতে পারিনি, আইনের সুষ্ঠু প্রয়োগ করতে পারিনি, হিউম্যান রাইটসকে পুরোপুরি ফলো করে এমন আইন প্রণয়ন করতে পারিনি। একজন ধর্ষক পুরুষের বিরুদ্ধে দশজন 'ধর্ষকামী না' এমন মানুষ জড়ো হয়ে ধর্ষণ রোধ করতে পারিনি। একমুহূর্তের জন্যেও কোন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি।

আজ আমাদের সন্তানরাই ধর্ষক হয়ে উঠেছে। এই দায় রাষ্ট্রসহ আমাদের সকলের উপরই বর্তায়।

Comments

Sex Education Bangla

ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।

মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন।

পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?