আমরা কিভাবে সন্তানদের যৌন শিক্ষা দেওয়া শুরু করবো?

"আমরা কিভাবে সন্তানদের যৌন শিক্ষা দেওয়া শুরু করবো? আর নিজেরা দিলে কী তারা অন্য ৮-১০টা বাচ্চার মতো আমাকে সম্মান করবে?"

বাচ্চাদের যৌনশিক্ষা দিতে হলে সর্বপ্রথম নিজেকে কিছুটা ট্রেইনআপ করতে হবে। সঠিক বয়সে  সঠিক বিষয়টা জানাতে হবে। আপনি কিংবা বাচ্চা- সঙ্কোচবোধ করেন, এমন শব্দ পরিহার করাই ভাল। উপস্থাপনের জন্য সঠিক  শব্দচয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ- ৬বছর বয়সের আগেই আপনাকে বাচ্চাদের নামসহ শরীরের ব্যক্তিগত অংশের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এসময় বাচ্চারা কোন কিছুকে যৌনতার সাথে রিলেট করেনা। তাই তারা খুব স্বাভাবিকভাবেই শিখবে আর আপনাকে বিব্রত করবে না। এভাবে কোন বয়সে কতটুকু জানাতে হবে- সেটা জানা জরুরি। সেক্স এডুকেশনের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি কিছুটা হলেও আপনাকে সাহায্য করতে পারবে।


কোন অভিভাবক তার সন্তানদের যৌনশিক্ষা দিতে পারছে কিনা- এতে বোঝা যায় বাচ্চা ও অভিভাবকের সম্পর্কের সেতুবন্ধনটা আসলে কতটা বন্ধুসুলভ। বাচ্চারা অভিভাবকদের সবচেয়ে আপন মনে করে। তারা যখন বয়ঃসন্ধিতে বিভিন্ন সমস্যা ফেস করে, বাবামাকে পাশে পায় না- তখনই মূলত বাবামার সাথে তাদের দূরত্ব তৈরি হয়৷ নিজেকে গুটিয়ে নেয়। চারপাশ থেকে ভুল তথ্য নিয়ে যখন আরও কমপ্লিকেটেড হয়ে যায় জীবন, কিশোর মনে হতাশা তৈরি হয় একটু একটু করে। আপনার অজান্তেই আপনার সন্তান আপনার থেকে যোজন যোজন দূরত্বে চলে যায়। একাকীত্বে ভোগে নয়তো খারাপ সঙ্গে মিশে বিপথগামী হয়ে ওঠে। তাই বাচ্চাদের সবচেয়ে কাছের বন্ধু হওয়ার চেষ্টা করুন। বন্ধু হওয়া মানে পারসোনাল লাইফে নাক গলানে নয়, যতদিন ম্যাচিউরড হয়নি, একটু মনিটরিং করা, উৎসাহ দেওয়া, পাশে থাকা। আপনার সম্মান কমবে না, বাড়বে। ধন্যবাদ।

Comments

Sex Education Bangla

ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।

মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন।

পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?