সম্মতি কি? সম্মতি কয় ধরণের? যৌনতার ব্যাপারে সম্মতির গুরুত্ব কতটুকু?
যৌন সম্মতি যৌন ক্রিয়াকলাপে অংশ নেওয়ার একটি চুক্তি। কারও সাথে যৌনমিলনের আগে, আপনার জেনে নিতে হবে যে সেও আপনার সাথে যৌন সম্পর্ক করতে চায় কিনা! আপনি কী চান এবং কী চান না সে সম্পর্কে আপনার সঙ্গীর সাথে সৎ হওয়াও গুরুত্বপূর্ণ। সম্মতি জানানো এবং সম্মতি চাওয়ার অর্থ হল আপনার ব্যক্তিগত সীমানা নির্ধারণ এবং আপনার পার্টনারের মতামতকে সম্মান করা। তাছাড়া তৃতীয় কোন ব্যক্তির প্রভাব আছে কিনা তা পরীক্ষা করা। উভয় ব্যক্তিকে অবশ্যই যৌনতার সাথে একমত হতে হবে এবং সেটা সবসময়।
যৌন সম্মতি কেমন হওয়া উচিত?
১) সুস্পষ্ট হতে হবে।
সম্মতি হতে হবে স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। আপনার পার্টনার কি উৎসাহের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়? তারা কি প্রতিটি যৌন ক্রিয়াকলাপের জন্য মৌখিক অনুমতি দিয়েছে? যদি দিয়ে থাকে- তাহলে স্পষ্ট সম্মতি আছে।
নীরবতা কখনোই সম্মতির লক্ষণ নয়। এটা একটু ভুল ধারণা। কখনও ধরে নিবেননা যে আপনার পার্টনারের সম্মতি আছে - প্রত্যেকবার জিজ্ঞাসা করতে হবে।
২) মত পরিবর্তন হতে পারে।
সেক্সুয়্যাল ইন্টারকোর্সের প্রতিটি পর্যায়ে আপনার পার্টনারের অনুমতি আছে কিনা খেয়াল রাখুন । এটাও লক্ষ করা গুরুত্বপূর্ণ যে সম্মতি যে কোনও সময় পরিবর্তিত হতে পারে। কারণ যে কোনও সময় মন পরিবর্তন হতে পারে। আপনি আগে হ্যাঁ বলেছিলেন বলে আপনাকে পুরো ইন্টারকোর্স সম্পন্ন করতেই হবে- এমন নয়। আপনাকে যে কোনও সময় "থামতে" বলতে অনুমতি দেওয়া হয়েছে এবং আপনার পার্টনারকে আপনার সেই অসম্মতিকে সম্মান করতে হবে। আপনি যেকোন সময় থামিয়ে দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। হতে পারে আপনারা দুজন বিছানায় নগ্ন হয়েছেন এমন সময় কিংবা ভ্যাজাইনাল সেক্সের আগমুহূর্তেও।
৩) অসংলগ্ন নয়।
যৌন ক্রিয়াকলাপে প্রত্যেক অংশগ্রহণকারীকে তাদের সম্মতি জানাতে সক্ষম হতে হবে। যদি কেউ খুব মাতাল হন বা অ্যালকোহল বা মাদকদ্রব্য দ্বারা অপ্রকৃতস্থ হন, এমনকি জাগ্রত বা পুরোপুরি জাগ্রত না হন- তাহলেও তারা সম্মতি জানাতে সক্ষম না বলে বিবেচিত হবে। অপর ব্যক্তি মুখে সম্মতি জানানোর মত অবস্থায় ছিল না- এটা "ড্রাংক সেক্স" নয়। এটি যৌন নিপীড়ন।
৪) ঐচ্ছিক।
সম্মতি দেওয়া এমন একটি পছন্দ যা আপনি চাপ, কারসাজি বা ড্রাগ বা অ্যালকোহলের প্রভাব ছাড়াই নির্দিধায় প্রদান করেন। "বারবার কাউকে যৌন ক্রিয়ায় লিপ্ত হতে বলা, যতক্ষণ না সে হ্যাঁ বলে"- এটা সম্মতি নয়, এটা জবরদস্তি। যৌনতার ক্ষেত্রে দীর্ঘদিনের কমিটেড রিলেশনশীপ, এমনকি বিবাহিত- সবার জন্যই সম্মতি প্রয়োজন। করতে চাযন না- এমন কোনকিছু করতেই বাধ্য নন আপনি। এবং কারো সাথে প্রেম/ বিয়ের সম্পর্কে থাকা যৌন ক্রিয়ায় লিপ্ত হতে বাধ্য করাকে বৈধতা দেয় না।
সম্মতি কখনই আপনার অতীত আচরণ (যেমন আপনি পূর্বে কারো সাথে মিলিত হয়েছেন কিনা), আপনি কী পোষাক পরেন বা কোথায় যান- এই জাতীয় জিনিস দ্বারা বোঝানো হয় না। যৌন সম্মতি সর্বদা স্পষ্টভাবে জানানো হয় - কোনও প্রশ্ন বা রহস্য থাকা যাবেনা।
কখন এবং কোন কোন অবস্থায় সম্মতি গ্রহণযোগ্য না?
কে সম্মতি জানাতে পারে এবং কে না পারে সে সম্পর্কে সুস্পষ্ট আইন রয়েছে। মাতাল বা মেন্টালি ডিজেবল লোকেরা যৌনতার ব্যাপারে সম্মতি জানাতে পারে না। অপ্রাপ্তবয়স্কদের (১৮ বছরের কম বয়সীদের) তাদের থেকে অনেক বেশি বয়স্ক কারও সাথে যৌন সম্পর্কের চাপ থেকে রক্ষা করার আইনও রয়েছে।
যৌন সম্মতির জন্য কোনও ব্যক্তির বয়স কত হওয়া দরকার তা নিয়ে ডিবেট আছে। যৌন সম্মতির বয়স একেক দেশে একেক রকম। বাংলাদেশে সম্মতির সর্বনিম্ন বয়স ১৬. প্রাপ্ত বয়স্করা সম্মতির বয়সের চেয়ে কম বয়সী কারও সাথে যৌন মিলন করলে ধর্ষক হিসাবে নিবন্ধিত হবেন। সম্মতি ছাড়াই, যৌন ক্রিয়াকলাপ (যৌনাঙ্গে স্পর্শসহ) মূলত যৌন নিপীড়ন বা ধর্ষণ। মনে রাখতে হবে- No Means No!
Thanks. Go ahead.
ReplyDelete