GOOD PARENTING

প্যারেন্টিং কতপ্রকার? আপনার প্যারেন্টিং স্টাইল কোনটি?

অনেকে মনে করে প্যারেন্টংয়ে কিছুই শেখার নেই। বাচ্চা একবার হয়ে গেলে আপনাআপনিই সব হয়ে যাবে। বাস্তবে বাবামা'ই কিন্তু বাচ্চাদের লাইফের প্রথম এবং সবচেয়ে বেশি ইমপ্যাক্ট তৈরি করা 'সুপারহিরো'। পজেটিভ প্যারেন্টিং বাচ্চাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে ওঠার পেছনে অনেক বড় ভূমিকা রাখে। তাই পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে আমাদের প্যারেন্টিং স্টাইল কিছুটা ইভলভ করা উচিত। 4 Types Of Parenting


লরেন্সে স্টেইনবার্গের ভাল প্যারেন্টিংয়ের ১০টি নীতি- বদলে দেবে আপনার শিশুর বেড়ে ওঠা।


প্যারেন্টিং সামাজ বিজ্ঞানের অন্যতম প্রধান গবেষণা ক্ষেত্র। আপনার প্যারেন্টিং স্টাইলটি কী এবং আপনার প্যারেন্টিং কতটুকু ইফেক্টিভ সেসব নিয়ে প্রচুর গবেষণা হয়েছে ইতোমধ্যেেই।"The Ten Basic Principles of Good Parenting" বইয়ে, লরেন্স স্টেইনবার্গ, পিএইচডি, তাঁর প্রায় ৭৫ বছরের সামাজিক বিজ্ঞানের গবেষণার উপর ভিত্তি করে প্যারেন্টিংয়ের টিপস এবং গাইডলাইন সরবরাহ করেন। যেগুলি অনুসরণ করে, আপনি আপনার শিশুর আচরণগত সমস্ত ধরণের সমস্যা এড়াতে পারেন বলে তিনি মনে করেন। ভাল প্যারেন্টিংয়ের নীতিগুলি কী কী?

Comments

Sex Education Bangla

ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।

মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন।

পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?