MALE SEXUAL HEALTH

হস্তমৈথুনের ভাল ও খারাপ দিকগুলো কি কি?

মাস্টারবেশন ব্যাপারটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর প্রবনতা বেশি দেখা গেলেও নারী- পুরুষ এমনকি কম বয়সী মেয়েদের মাঝেও মাস্টারবেশনের প্রবনতা থাকে।মাস্টারবেশনের প্রসঙ্গে নানান রকমের কু-সংস্কার ও ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন হস্তমৈথুন এর অপকারিতাই বেশি। আবার কেউ কেউ মনে করেন Masturbation এর কিছু উপকারিতাও আছে। তবে মূল বিষয়টি হচ্ছে, Masturbation তখনই স্বাস্থ্যের জন্য খারাপ যখন আপনি Addicted হন এবং নিজের উপর  নিয়ন্ত্রণ হারান। তাহলে দৈনিক কতবার  Masturbate করা যেতে পারে? চিকিৎসা বিজ্ঞান কি বলে? এতে কি যৌন আকাঙ্খা হ্রাস পেতে পারে?  Health Benefits Of Masturbation


পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?

আকার আকৃতি এবং সেন্সিটিভিটির দিক থেকে ২০শেরো অধিক সাইজের পেনিস আছে এবং এই সবগুলো সাইজই নরমাল! সত্যি বলতে প্রত্যেকের পেনিস ইউনিক এবং পারফেক্ট! আসলে পেনিসের ভাল বা খারাপ সাইজ বলতে কিছু হয় না। যৌনতার ব্যাপারে সঠিক জ্ঞান থাকলেই সুখী হওয়া যায়।  Different Types Of Penis

পুরুষের স্তন ক্যান্সার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য

হাস্যকর নয় বরং পুরুষের স্তন বড় হয়ে যাওয়া একটা সমস্যা। চিকিৎসা-বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘গাইনেকোমাস্টিয়া’। যার এই সমস্যা নেই তার কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও যার সমস্যাটি আছে তার জন্য এটি বিব্রতকর। এমনকি অদূর ভবিষ্যতে হতে পারে ক্যান্সারের কারণ।  Breast Cancer Of Male

 স্বপ্নদোষ সম্পর্কে কিছু ভুল ধারণা

স্বপ্নদোষ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই একটি স্বাভাবিক ঘটনা। স্বপ্নদোষে কিশোররা  যৌনতা সম্পর্কিত চিন্তা করে যার ফলে তাদের রতিক্রিয়া হয়ে থাকে। যখন একজন কিশোরের মধ্যে এই যৌন তাড়না কাজ করে, সে ইজাকিউলেট করে এবং এটা সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না । সুতরাং এখানে লজ্জার কিছু নেই।  Wet Dream Of Male & Female

Comments

Sex Education Bangla

ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।

মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন।

পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?