MALE SEXUAL HEALTH
হস্তমৈথুনের ভাল ও খারাপ দিকগুলো কি কি?
মাস্টারবেশন ব্যাপারটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর প্রবনতা বেশি দেখা গেলেও নারী- পুরুষ এমনকি কম বয়সী মেয়েদের মাঝেও মাস্টারবেশনের প্রবনতা থাকে।মাস্টারবেশনের প্রসঙ্গে নানান রকমের কু-সংস্কার ও ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন হস্তমৈথুন এর অপকারিতাই বেশি। আবার কেউ কেউ মনে করেন Masturbation এর কিছু উপকারিতাও আছে। তবে মূল বিষয়টি হচ্ছে, Masturbation তখনই স্বাস্থ্যের জন্য খারাপ যখন আপনি Addicted হন এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারান। তাহলে দৈনিক কতবার Masturbate করা যেতে পারে? চিকিৎসা বিজ্ঞান কি বলে? এতে কি যৌন আকাঙ্খা হ্রাস পেতে পারে? Health Benefits Of Masturbation
পেনিসের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?
আকার আকৃতি এবং সেন্সিটিভিটির দিক থেকে ২০শেরো অধিক সাইজের পেনিস আছে এবং এই সবগুলো সাইজই নরমাল! সত্যি বলতে প্রত্যেকের পেনিস ইউনিক এবং পারফেক্ট! আসলে পেনিসের ভাল বা খারাপ সাইজ বলতে কিছু হয় না। যৌনতার ব্যাপারে সঠিক জ্ঞান থাকলেই সুখী হওয়া যায়। Different Types Of Penis
পুরুষের স্তন ক্যান্সার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য
স্বপ্নদোষ সম্পর্কে কিছু ভুল ধারণা
Comments
Post a Comment