FEMALE SEXUAL HEALTH
মেয়েদের অর্গাজম সম্পর্কে বিস্তারিত জানুন
অর্গাজম কী? অর্গাজম এক ধরণের শারীরিক অভিব্যক্তি যেটা সাধারণত ক্লিটরিসে স্টিমিউলেশনের ফলে হয়ে থাকে। অর্গাজম হয় যখন একজন মানুষ যৌন উত্তেজনার শীর্ষে পৌঁছায়। এর ফলে জননেন্দ্রিয়ে পেশীর সংকোচন এবং এক ধরণের সুখানুভবের সৃষ্টি হয়। কারো কারো ক্ষেত্রে এটা ইজাকিউলেট করার সময় হয়ে থাকে; তবে ভ্যাজাইনাল অর্গাজমও হয়! Read More Details About Female Orgasm
ফিমেল অর্গাজম সম্পর্কে ৭টি তথ্য- যা আপনার অবশ্যই জানা উচিত।
আমরা কথা বলতে যাচ্ছি অর্গাজম সম্পর্কে। স্পেশালি, ফিমেল অর্গাজম। কারণ? ফিমেল অর্গাজম সম্পর্কে অনেক কিছুই জানার জরুরি- যা আপনি সম্ভবত জানেন না। আবার এমনটা হওয়াও স্বাভাবিক যে আপনি ভুল জানেন। অর্গাজম সম্পর্কে এই তথ্যগুলো জানলে আপনার যৌনজীবন আরও আনন্দদায়ক বাধ্য। 7 Facts About Female Orgasm
স্তনের স্বাভাবিক আকৃতিগুলো কি কি?
প্রত্যেকের স্তনের গঠন ইউনিক. অনেক আকার ও আকৃতির স্তন দেখা যায়। এমনকি দুটো মানুষের স্তনও কখনো একই রকম হবে না। তাহলে স্তনের স্বাভাবিক সাইজ কত? কিভাবে স্তনের আকার পরিমাপ করবেন? উত্তর হল- আপনার স্তন ইউনিক এবং নিজের স্বাতন্ত্র্যপূর্ণ গঠন নিয়েই Perfectly okey! একটা জিনিসই অস্বাভাবিক- আর তা হল: স্তনে অসহনীয় ব্যাথা এবং সংবেদনশীলতা! Different About Types Of Female Breasts!
নরমাল ডেলিভারিতে কখন সাইড কাটার (ইপিসিওটমির) দরকার হয়?
নরমাল ডেলিভারির সময় কখনো কখনো সাইড কাটা ( ইপিসিওটমি) করার প্রয়োজন হয়। ইপিসিওটমি নিয়ে অনেকই ভয় পান। ভাবেন এটার চেয়ে সিজার করাই ভালো। আসলেই কি? For More Details
হস্তমৈথুনের ভাল ও খারাপ দিকগুলো কি কি?
মাস্টারবেশন ব্যাপারটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর প্রবনতা বেশি দেখা গেলেও নারী- পুরুষ এমনকি কম বয়সী মেয়েদের মাঝেও মাস্টারবেশনের প্রবনতা থাকে।মাস্টারবেশনের প্রসঙ্গে নানান রকমের কু-সংস্কার ও ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন হস্তমৈথুন এর অপকারিতাই বেশি। আবার কেউ কেউ মনে করেন Masturbation এর কিছু উপকারিতাও আছে। তবে মূল বিষয়টি হচ্ছে, Masturbation তখনই স্বাস্থ্যের জন্য খারাপ যখন আপনি Addicted হন এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারান। তাহলে দৈনিক কতবার Masturbate করা যেতে পারে? চিকিৎসা বিজ্ঞান কি বলে? এতে কি যৌন আকাঙ্খা হ্রাস পেতে পারে? Health Benefits Of Masturbation
স্বপ্নদোষ সম্পর্কে কিছু ভুল ধারণা
Comments
Post a Comment